Saturday, December 6, 2025

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

“কমলা রংয়ের বিশ্বে নারী, বাঁধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পক্ষকালব্যাপী এ কর্মসূচির তৃতীয় দিনে জয়তী সোসাইটি পরিচালিত নতুনজীবন, পরশমনি, তরু, সুবর্ণ, কাজীপাড়া, একতা, শুভ, জ্যোতি, আমানত, আনন্দ, প্রত্যাশা, সুখি, সৌরভ ও স্নেহময়ী মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে আশ্রমপাড়া আকবরের মোড়, শংকরপুর মুরগীর ফার্ম সংলগ্ন রোড, ঢাকা রোড হাউজিং অফিস মাইক্রোস্টান্ড ও বারান্দিপাড়া সরদার পাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নতুনজীবন মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে আশ্রমপাড়া আকবরের মোড়ে অনুষ্ঠিতব্য মানব বন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিনা বেগম রিতা। প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান মফিজুর রহমান হিমু। বিশেষ অতিথি ছিলেন বেজপাড়া বিশ্বাস পাড়া মসজিদের সভাপতি ডাঃ আবুল হোসেন, কচিকাঁচা সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। অপরদিকে বারান্দিপাড়া সরদার পাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর এক নম্বর ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, নাগরিক কমিটির সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক মাহমুদা খাতুন শিউলী, মানবাধিকার সদস্য নিপা সহ জয়তী সোসাইটি ও এর ৫৪ টি সংগঠনের কর্মী ও সদস্যবৃন্দ।

রাতদিন নিউজ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর