Friday, December 5, 2025

শীর্ষে থেকেই কোপা শুরু করছে আর্জেন্টিনা।

রাত পোহালেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ইউরোপের দেশগুলোর ফুটবল লড়াই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো শুরু হয়েছে আগেই। এছাড়াও আফ্রিকা ও এশিয়ার দেশগুলোও বিশ্বকাপকে সামনে রেখে পার করেছে ব্যস্ত সময়। এ কারণে ক্লাব ফুটবল মৌসুম শেষের পরও ব্যস্ত সময় পার করেছে দেশগুলো। এই ম্যাচগুলোর ব্যস্ততাই নতুন করে ফিফা র‍্যাঙ্কিংয়ে এনেছে পরিবর্তন।

এসব প্রতিযোগিতায় যুক্ত দেশগুলোর ম্যাচের ফলাফলের ভিত্তিতে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বৃহস্পতিবার (২০ জুন ) ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন দেশের অবস্থানে। তবে শীর্ষে থাকা আর্জেন্টিনার অবস্থানে কোন পরিবর্তন আসেনি ।

লিওনেল মেসির দল শীর্ষে থেকেই আগামীকাল (২১ জুন) কোপা আমেরিকায় নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। দুই ও তিনেও ফ্রান্স ও বেলজিয়াম যথাক্রমে তাদের অবস্থান ধরে রেখেছে। আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এক ধাপ এগিয়ে চারে ওঠে এসেছে। ব্রাজিল এগোনোয় এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। এরপর ৬–৮ পর্যন্ত যথাক্রমে অবস্থান অপরিবর্তিত রয়েছে পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেনের। এক ধাপ এগিয়ে নয়ে ক্রোয়েশিয়া এবং তাদের জায়গায় নেমে গেছে ইতালি (দশম)।

অনলাইন ডেস্ক/ আর আই

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর