রোববার সকালে যশোর সদরের চুড়ামনকাটির আব্দুলপুর বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত মইজ্জদি (৬০) দোগাছিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের পারিবারের সদস্যরা জানান,মইজ্জদি সকালে বাইসাইকেল যোগে আব্দুলপুর বাজারে তরকারি বিক্রি করার জন্য আব্দুলপুর বাজারে যান।তিনি আব্দুলপুর বাজারে পৌঁছানোর পর রাস্তার উপর দাড়ানোর সাথে সাথে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মুইজ্জদি গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।
-রাতদিন সংবাদ







