Saturday, December 6, 2025

যশোর-নড়াইল সড়কে দুদিনের ব্যবধানে আবারও সড়ক দূর্ঘটনায় নিহত ১

বাঘারপাড়া অফিস:

যশোর – নড়াইল সড়কের চাড়াভিটা আয়াপুর আকবর আলী দাখিল মাদ্রাসার পাশে শনিবার রাত ৯ টার দিকে আবারও সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ওমর আলী (৬০)। ফায়ার সার্ভিস ও প্রতক্ষদর্শীরা জানান, এদিন রাতে নড়াইল থেকে ছেড়ে আসা যশোর গামী,নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো – ব ১২-১৫৬৩) ও যশোরের দিক থেকে নড়াইল দিকে ছেড়ে আসা নিহত ওমরেে হিরো রানার একশো সি সি মোটর সাইকেল (খুলনা- হ ১২-৫৮৯৪), আয়াপুর আকবর আলী দাখিল মাদ্রাসার কাছে আসা মাত্র এই সড়ক দূর্ঘটনা ঘটে।

এসময় ঘটনা স্থানেই ওমরের মৃত্যু হয়। সংবাদ পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও বাঘারপাড়া থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করেন।তবে ওমরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

রাতদিন ডেস্ক-জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর