কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রুবার দিবাগত রাতে উপজেলার সন্ন্যাসগাছা এলাকা থেকে এক যুবককে অটক করেছে পুলিশ।
আটককৃত লিটন শেখ (৪০) উপজেলার সন্ন্যাসগাছা এলাকার বাসিন্দা। পেশায় তিনি আলমসাধুর চালক।
পুলিশ জানায়, শনিবার লিটন শেখ উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের একটি মাছের ঘের এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ওই স্কুলছাত্রী ঘাস কাটতে গেলে তাকে জোরপূর্বক পাশের পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় বলেন, আটক লিটন শেখকে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে শনিবারে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ জবানবন্দি গ্রহণের জন্য যশোরে পাঠানো হয়েছে।
আর কে-০২







