যশোরের মণিরামপুর মুরগিহাটা জামে মসজিদের পুন:ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) জুম্মাবাদ পৌর শহরের দূর্গাপুর-মুরগিহাটা এলাকার মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুন:ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আদম আলী, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, মনিরুজ্জামান মিল্টন প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মসজিদের উন্নয়নের জন্য দোয়া করা হয়।
-বিশেষ প্রতিনিধি







