Friday, December 5, 2025

মহেশপুরে করোনা ভাইরাসে এক নারীর মৃত্যু

মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম(৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নিমতলা গ্রামের আবুল কাশেম মাষ্টারের স্ত্রী।
মহেশপুর ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুল হামিদ খান জানান, মনোয়ারা বেগম শারীরিকভাবে অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে গত ১৯শে নভেম্বর যশোর সদর হাসাপালে ভর্তি করে। সেখানে তার করোনা পরীক্ষা করলে তার পজেটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় লাশ দাফন করা হয়। উল্লেখ্য, মহেশপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর