Friday, December 5, 2025

মাগুরায় ভিজিএফ চাল বিতরণের সময় মহিলা ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে আহত

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও তাঁর স্বামীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে এলাকার দুর্বৃত্তরা। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন সব্দালপুর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সোনাইকুন্ডী গ্রামের নাজনীন সুলতানা (৩২), স্বামী মিনহাজ খাঁন (৩৮) ও আমতৈল গ্রামের লেলিন মোল্যা (৩৫)। আহত মিনহাজ খাঁন বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে সব্দালপুর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে ।

এ বিষয়ে আহত মিনহাজ খাঁনের স্ত্রী ইউপি সদস্য নাজনীন সুলতানা জানান, আমার স্বামী ভিজিএফ চাল দিচ্ছিলেন। এ সময় উইলিয়াম আমার স্বামীকে ডেকে নিয়ে সোনাইকুন্ডী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসানের নেতৃত্বে উইলিয়াম, ফিরোজ, লিখন মল্লিক, হৃদয়সহ ১৫ থেকে ২০ জন আমার স্বামীকে মারধর করে মারাত্মক আহত করে। লেলিন এ সময় এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এ বিষয়ে চেয়ারম্যানকে জানাতে গেলে তাঁর সামনেই লিখন মল্লিক আমার পেটে লাথি মারে। আমি নির্বাচিত ইউপি সদস্য হয়েও পরিষদের ভিতর হামলার শিকার হয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কামরুল হাসানের সাথে মুঠোফোন বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন জানান, আমি তখন পরিষদে ভিজিএফ চাল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম কি হয়েছিল জানি না। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর