বাংলাদেশ একটি ম্যাচ জিতে কিছুটা সুবিধাজনক অবস্থানে। এ অবস্থায় আজ রাত সাড়ে আটটায় শান্তরা মুখোমুখি হবে ডাচদের বিপক্ষে। দু’দলের পয়েন্ট সমান দুই করে। ডাচদের বিপক্ষে ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। তবে রানরেটে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে লাল সবুজেরা।শেষবার ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এর বিশ্বকাপের মূল পর্বে একটি জয় পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে অবশেষে অধরা জয়ের দেখা পায় টাইগাররা।
এবারও সামনে সেই নেদারল্যান্ডস। যাদের আজ হারাতে পারলে চার পয়েন্ট নিয়ে সুপার এইটের হিসেব অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের।তবে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তিক্ত স্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০২৩ বিশ্বকাপে এই ডাচদের কাছেই হেরেচিল টাইগাররা। সেটি ছিল ওয়ানডে ফরম্যাটে।
রাতদিন ডেস্ক/ আর আই-০৩







