বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এমনই মনে করেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস।
এ বিষয়ে বাঘারপাড়া প্রেসক্লাবে তিনি লিখিত বিবৃতি দিয়েছেন।
লিখিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, সম্প্রতি যশোর জেলা থেকে বহুল প্রকাশিত কিছু পত্রিকায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে জড়িয়ে কিছু অনাকাঙ্খিত খবর পরিবেশিত হয়েছে। যা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাসের কাছে অনেক বেদনার।
তিনি জানান, ১৯৬৮ সাল থেকে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে আজ তিনি জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন। শহিদুল ইসলাম মিলন ১৯৬৯ সালে এমএম কলেজে অধ্যায়নকালে ছাত্রলীগের নেতা ছিলেন। সেসময় বিরোধী ছাত্রনেতাদের আচরণে সামান্যতম বিচলিত বা রাগান্বিতও হতে দেখেননি সোলাইমান হোসেন। স্বাধীনতার পরও চরম দুঃসময়ে হাসি মুখেই সব কিছু ম্যানেজ করেছেন শহিদুল ইসলাম মিলন। যশোর জেলা ছাত্রলীগকে রেখেছেন সুসংগঠিত। যা সর্বমহলে প্রশংসিত ছিলো। সুতরাং গত কয়েক দিনে যশোরে যে ঘটনা ঘটে থাকুক না কেনো তাঁকে (শহিদুল) অসম্মানজনক কোনো কিছু না করার জন্য সকলের নিকট অনুরোধ রেখেছেন বাঘারপাড়ার এ বীর মুক্তিযোদ্ধা। তিনি আরও মনে করেন, বীর মুক্তিযোদ্ধাগণই এ জাতীর তথা দেশের শ্রেষ্ঠ সন্তান।
আর কে-০১







