Saturday, December 6, 2025

ভারত-পাকিস্তান লড়াইয়ে কারা জিতবে জানালেন আকাশ

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনী ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় শুরু হবে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে কারা এগিয়ে থাকবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, পাকিস্তান বিপজ্জনক হলেও ফেভারিট হিসেবেই নামবে ভারত।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খেয়ে। তাই প্রতিপক্ষ যেই থাকুক বিশ্বকাপে টিকে থাকতে তাদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এই লড়াইয়েও অবশ্যই অপরাজেয় থাকার লক্ষ্যে নামবে।

হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে নিজের মতামত জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলেন, চাপ থাকবে (উভয় দলের ওপরই)। পাকিস্তান সাধারণত বিপজ্জনক দল, বিশেষ করে যখন তারা আহত (খারাপ অবস্থায় থাকে) হয়। যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর তারা ঠিক সে অবস্থাতেই আছে। তারা যদি ভারতের কাছে হেরে যায় তবে তাদের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যাবে। এই (নিউইয়র্ক) মাঠে টস খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি আমাদের দল (ভারত) তাদের থেকে অনেক এগিয়ে।

চোপড়ার মতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে ব্যাটে-বলে টিম ইন্ডিয়ার নেপথ্য নায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, হার্দিক বল এবং ব্যাটে ভারতের ‘ট্রাম্প কার্ড’ হতে পারেন।

দুই দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চূড়ায় থাকলেও খেলার মাঠে বলতে গেলে একতরফা রাজত্ব ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবারের দেখায় এখন পর্যন্ত মোটে একবার জিততে পেরেছে পাকিস্তান। বাকি ৬ বারই জিতেছে ভারত। এ ছাড়া টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় কেবল তিনটিতে। এ ছাড়া একটি ম্যাচ টাই হয়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই হয়েছিল ভারত ও পাকিস্তান ম্যাচ। পরে বোল আউটে ম্যাচ জিতে নেয় ভারত।

অন্যদিকে, উত্তাপের ম্যাচ ভেস্তে দিতে পারে বেরসিক বৃষ্টি। নিউইয়র্কে আজ দিনের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল, তবে দিনের শেষে ঘন মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ। নিউইয়র্কের স্থানীয় সময় ম্যাচটি হবে সকাল সাড়ে ১০টায়।

ওয়েবসাইট অ্যাকুওয়েদারের দাবি– রোববার নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা থেকে ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধঘণ্টার মধ্যেই নামতে পারে বৃষ্টি। বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এরপর বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসতে পারে।

এই ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই, আছে কেবল প্রথম সেমিফাইনাল এবং ফাইনালে। তবে প্রয়োজনে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। এটাও অসম্ভব যে খেলোয়াড় এবং আম্পায়াররা বৃষ্টি কমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। ম্যাচের ফল পাওয়ার জন্য দুই দলকে ন্যূনতম ৬ ওভার খেলতে হবে। অন্যদিকে, পূর্বাভাস যদি সঠিক হয়, তবে ম্যাচটি ভেস্তে যাওয়ার বড় সম্ভাবনা প্রবল। তাতে কপাল পুড়বে পাকিস্তানের। আজ অর্ধেক পয়েন্ট পাওয়ার পর, পরের দুই ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকে।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর