ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের শাকির মাহমুদের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি। মামলার তদন্তকালে তিনজনকে আটক করা হলেও তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ না পাওয়ায় অব্যহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মোকলেছুজ্জামান আদালতে চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ জুন গভীর রাতে শাকির মাহমুদ ও তার মা ঘুম ভেঙ্গে দেখে বাড়ির জানালার গ্রিল কাট চোরেরা সাড়ে ২৫ হাজার টাকা, ১৪ ভরি সোনার গহনাসহ মোট ১১ লাখ ৪৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাকির মাহমুদ ১৬ জুন অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে ইউনুচ আলী, রতন শেখ ও বিপ্লব হোসেন আটক করে।
পুলিশ দাবি করেছে আটক তিনজনকে জিজ্ঞসাবাদে চুরির সাথে জড়িত থাকার কোন সাক্ষি ও প্রমাণ পাওয়া যায়নি ফলে মালামাল উদ্ধার সম্ভব হয়নি। চুড়ান্ত রিপোর্টে আটক তিনজনেক অব্যাহতির আবেদন জানান।
রাতদিন সংবাদ/আর কে-১১







