মণিরামপুর প্রতিনিধি: নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আলমীগর হোসেন সন্তোষ কুমার পাল নামে এক সহকারি প্রধান শিক্ষককে লাঞ্চিত করেছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ।
জানাগেছে, মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বিদ্যালয়ে যান নির্বাচনী ভোটার তালিকা সংগ্রহ করতে। বিদ্যালয়ে এ সময় প্রধান শিক্ষক আব্দুল মজিদ উপস্থিত না থাকায় সহকারি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেন। অভিযোগ উঠেছে, ভোটার তালিকায় অসংগতি থাকায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার পালকে অকথ্য ভাষায় গালমন্দসহ তাকে লাঞ্চিত করে। এসময় একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রসুলকেও গালমন্দ করে। ঘটনার পর থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করেছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন আমাকে লাঞ্চিত করেছে। বিষয়টি জানতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলা-মামলার ভয়ে কোথাও কোন অভিযোগ করিনি। তবে, এ বিষয়ে চেয়ারম্যান আলমগীর হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য প্রস্তুতকৃত হালনাগাদ ভোটারতালিকা সরবরাহ না করে অসংগতিপূর্ণ একটি ভোটার তালিকা আমাকে দেন। এসময় ওই শিক্ষকের সাথে কথাকাটাকাটি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার ঘটনাটি শোনেননি এমনটি দাবী করে বলেন, ভোটার তালিকা নেয়ার প্রয়োজন হলে আমার দপ্তর থেকেই নিতে হবে। কেননা ওই বিদ্যালয়ের নির্বাচনের প্রিজাইডিং অফিসার আমি নিজে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারম্যান শিক্ষকদের সাথে এমন আচরণ করলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক।
আর কে-০৭







