Saturday, December 6, 2025

চৌগাছায় ঈদুল আযহা সামনে রেখে গভীর রাতে গরু চুরি

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আনিছুর মন্ডল নামের এক দুধ ব্যবসায়ীর সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে। শুক্রবার (০৭ জুন) গভীর রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতার নিজ বাড়ির গোয়াল থেকে এ গরু চুরি করে দুর্বৃত্তরা। আনিছুর মন্ডল ওই এলাকার মহসিন মন্ডলের ছেলে। ভুক্তভোগী আনিছুর মন্ডল জানান, পেশায় সে একজন দুধ ব্যবসায়ী। চুরি হওয়া ওই তিন গরুর দুধ বিক্রি করেই চলে তার সংসার। তিনি বলেন, শুক্রবার রাত বারোটার দিকে একবার গরুর খাবার দেন তিনি। এরপর ভোর ৪টায় বাইরে উঠলে গোয়ালে শুধু একটি বাছুর দেখতে পান। সাড়ে চার লক্ষ টাকা মূল্যের বাকি তিনটা গরু গভীর রাতে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে বলে ধারনা করেন তিনি।  প্রতিবেশিরা জানান, কারও সাথে আনিছুরের কোনো শত্রুতা নেই। গতরাতে গরু না পেয়ে তার ডাক-চিৎকারে এসে দেখি গোয়াল ফাঁকা। চুরি হওয়া ওই গরু তিনটিই ছিল তার আয়ের উৎস।  চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই নিত্যনন্দ ঘোষ বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাতদিন ডেস্ক-জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর