খুলনার কয়রায় প্রকাশ্যে হোটেলের মধ্যে মারামারিতে জড়িয়েছেন উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন রায় ও সরদার মো. মাসুম বিল্লাহ। এতে মাসুমের মাথা ফেটে যায়। এ ঘটনায় নিরঞ্জন রায়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের মারামারির বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুজনে একসঙ্গে চলাফেরা করেন। হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটেছে।
খুলনার সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা দুঃখজনক। উপপুলিশ পরিদর্শক নিরঞ্জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
অনলাইন ডেস্ক







