Friday, December 5, 2025

আফরা গ্রামে নসিমন মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

নড়াইল সদরের আফরা গ্রামে, শুক্রবার (৭জুন) সকাল নয়টায়,নসিমন মোটরসাইকেল সাংঘর্ষের এক যুবক নিহত হয়েছ।

নিহত জিয়াউর মীর, নড়াইল সদরের আফরা গ্রামের ফশিয়ার মীরের ছেলে।

স্থানীয় এক বাইকার আশরাফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান , শুক্রবার সকাল ৯ টার দিকে ,জিয়াউর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এসময়ে অপরদিক থেকে আসা নিয়ন্ত্রণ বিহীন এক নসিমনের সাথে সংঘর্ষ হয় , এসংঘর্ষে ঘটনাস্থলে জিয়াউর মারা যান।

এঘটনায় শেখাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতদিন সংবাদ-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর