ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারুল আজিম আনানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। তাকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ আটক করে ঢাকায় নিয়ে গেছে। তিনি অভিযুক্ত আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিন ও শিমুল ভুইয়ার নিকট আত্মীয়।
এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ শহরে অবস্থান করছিলো। তারা গতরাতে শহরের আদর্শপাড়ায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই ঢাকায় নিয়ে যায়। তবে কি কারনে তাকে আটক করা হয়েছে সেটি তিনি জানাতে পারেনি।
তবে ঢাকা ডিবির একটি সুত্র জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকান্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আটক করা হয়েছে। কারণ হিসেবে জানা যায়, এ আলোচিত হত্যাকান্ডের মুল হোতা আক্তারুজ্জামান শাহিন ও অভিযুক্ত শিমুল ভুইয়ার নিকট আত্মীয় কামাল আহমেদ বাবু। তার কাছ থেকে আনার হত্যা ও পূর্ব শত্রুতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে ডিবি পুলিশ মনে করছে।
এ বিষযে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু জানান, তিনবারের সংসদ সদস্য ও জনপ্রিয় নেতা আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনের জন্য প্রশাসন যে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারে। তিনি আরও জানান, আমিও শুনেছি কাজী কামাল আহমেদ বাবু আটক হয়েছেন। তবে আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে জড়িত যারাই হোক, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঝিনাইদহ প্রতিনিধি