Friday, December 5, 2025

পূর্ব শত্রুতার জেরে বসুন্দিয়ায় ২ লক্ষ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়, পূর্ব শত্রুতার জেরে সোমবার রাতে, দুই বিঘা জমির পেঁপে গাছ, ওল গাছ ও মরিচ গাছ কেটে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় বসুন্দিয়া মোল্যা পাড়ার, মৃত মতিয়ার রহমান মোল্যার ছেলে শাহিন সিদ্দিকী বাদী হয়ে, বসুন্দিয়া বেলে মাঠপাড়ার আজিজুর রহমানের ছেলে আলিমুলসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে, যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে শাহিন সিদ্দিকী জানান, বসুন্দিয়া বেলে মাঠপাড়ার আজিজুর রহমানের ছেলে, আলিমুল (১৬) এর সাথে আমার ছেলে অনিক হোসেন (১৫) মঙ্গলবার (০৪ জুন) কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আমাদের বড়ধরনের ক্ষতি করার হুমকি দেয় আলিমুল। এঘটনার একদিন পর বুধবার ( ৫ জুন) সকলে আমার চাষকৃত জমিতে যেয়ে দেখি দুইবিঘা জমির সবধরনের ফলজ গাছ মাঝবরাবর কেটে ফেলা হয়েছে। বুধবার সদর উপজেলায় নির্বাচন থাকার কারনে, বৃহস্পতিবার (৬জুন) আলিমুলসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী ও দুই জনকে সাক্ষী করে যশোর কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এঘটনায় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন , অভিযোগের কপি আমার কাছে আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাতদিন সংবাদ-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর