Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিদ্যালয়ে অনাবাদী ও পতিত জমিতে পুষ্টি বাগানের উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনাবাদী ও পতিত জমিতে পুষ্টি বাগান স্থাপনের নন্দিত উদ্যোগ হাতে নিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার।

রোববার সকালে পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বাগানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও

উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এদিন সেকেন্দারপুর, রুস্তমপুর ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বাগান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি জানান, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিষমুক্ত পুষ্টি বাগান শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপনের কাজ হাতে নিয়েছেন।

তিনি আরো জানান, শ্রেণি কার্যক্রমের সাথে সাথে ছোট শিক্ষার্থীরা এ বয়স থেকেই পুষ্টি বাগান তৈরি ও পরিচর্যা শিখতে পারবে। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ বাগান স্থাপনের কথা ভাবা হচ্ছে।

সোমবার যশোরের বাঘারপাড়ার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় এমবি থ্রি ফাউন্ডেশনের আয়োজনে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর