এইচএম শহিদুল ইসলা(মোরেলগঞ্জ)বাগেরহাটঃবাগেরহাটের মোরেলগঞ্জে এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা-২০২০ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, মাকসুদা আক্তার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। সমাপনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকী বিল্লাহ, উপজেলা স্কাউট সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, এ.সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক হাওলাদার, অধ্যাপক-মোঃ জহিরুল ইসলাম, বেদান্ত হালদার, হরিচাঁদ কুন্ডু, প্রেস ক্লাব সভাপতি-মেহেদী হাসান লিপন, সাধারন সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ।দুই দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ৭২টি প্রকল্প উপস্থাপন করেন। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর জান্নাতুল বাধন রিচি- এসএমএস কন্ট্রোল হোম অটোমেশন সার্ভিস সিনিয়র গ্রুপে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের-সামিয়া জামান- “এয়ার ফ্রেশনার” এবং বিশেষ গ্রুপে-আব্দুল্লাহ-আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠন- “ডিজিটাল হাউজ” প্রজেক্টে ১ম স্থান অধিকার করেন। গত দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রকল্প পরিদর্শন করেন।







