যশোরের কেশবপুরে খালি গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক-পিকআপের সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, পিকআপ চালক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভাটপাড়া গ্রামের মিজানুর রহমান শেখ (৩৫), হেলপার একই উপজেলার রুপপুর গ্রামের ইমরান হোসেন (২০), ট্রাক চালক রাজশাহী জেলার কাটাখালী উপজেলার শ্যামপুর গ্রামের আবু আলম (২৭) ও হেলপার একই এলাকার আলমগীর হোসেন (৩০)।
এলাকাবাসী জানায়, খালি গ্যাস সিলিন্ডার বোঝায় দুইটি ট্রাক ভোররাতে মোংলায় যাওয়ার পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবু আলমের ট্রাকটি উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় খালের ভেতর উল্টে পড়ে। পিছনের ট্রাক চালক পাবনা সদর উপজেলার নলদা গ্রামের সিদ্দিক শেখ ট্রাকটি সড়কের পাশে রেখে তাদের উদ্ধার করতে যান। এরই মধ্যে পেছন দিক থেকে আসা খালি গ্যাস সিলিন্ডার বোঝায় মিজানুর রহমান শেখের পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটিও খালের ভেতর পড়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তিরা আহত হন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেশবপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কেশবপুর প্রতিনিধি







