বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা স্টোরের অনুকুলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। সহকারি কমিশনার (ভ‚মি) তামান্না ফেরদৌসী, দুর্নীতি দমন যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম, সহকারী পরিদর্শক শাফিউল্লাহ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এয়াহিয়া আলী, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান।
অনুষ্ঠানে বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।
আর কে-০১







