Saturday, December 6, 2025

নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

খুলনার রূপসা নদীতে গোসল করতে নেমে শাহ দিশান কবির (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় বন্ধুদের সঙ্গে নগরীর রূপসা বাজার ঘাট এলাকায় গোসলে নামে দিশান। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বন্ধুরা। পরে দিশানের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি নামানো হয়। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সাইদুল ইসলাম জানান, ৬ সদস্যের ডুবুরি দল বিকাল ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

দিশান কবির নগরীর তাবলীগুল কুরআন একাডেমির ছাত্র। তিনি নগরীর নগরীর নিউমার্কেট এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর