Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিপুল ব্যবধানে উপজেলা চেয়ারম্যান হলেন বিপুল ফারাজী

আজম খান, বাঘারপাড়া (যশোর) : কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্নভাবে বাঘারপাড়া উপজেলা পরিষদ নিবার্চন শেষ হয়েছে। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নিবার্চিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী । তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রনজিৎ রায়ের বড় ছেলে রাজীব রায় ঘোড়া প্রতিক পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নিবার্চিত হয়েছেন এনায়েত হোসেন লিটন। তিনি মাইক প্রতীকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম শাহজালাল বই প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুন্নাহার লিমা পেয়েছেন ২২ হাজার ৮১১ ভোট। এ উপজেলায় ৭০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল এক লাখ ৮৯ হাজার ৫১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৪০৬ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ১০৪ জন। বুধবার সকালে সরেজমিনে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সেখানে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রের সামনে ভোটারদের লাইন। ৮টা বাজার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ শুরু হয়। লাইনে অপেক্ষমাণ ভোটাররা একে একে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শুরু করেন। ভোটের মাঠে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার হোসনে আরা তান্নি উপজেলা পরিষদ হল রুমে বেসকারি ভাবে ফলাফল ঘোষনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর