Saturday, December 6, 2025

মনিরামপুরে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মণিরামপুর প্রতিনিধি- “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” এই প্রতিপাদ্যকে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর এ কর্মশালার আয়োজন করে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে ও আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জিনাত সুলতানা, ডাঃ চন্দ্র শেখর কুন্ডু, মেডিকেল অফিসার সাদিয়া রায়হান সীমা, মণিরামপুর প্রেসক্লাব এর সভাপতি ফারুক আহমেদ লিটন প্রমূখ।

এসময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান, মেম্বর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারীর সমন্বয়ে অন্ততঃ ২৫০ জন প্রশিক্ষনার্থী দিনব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর