Wednesday, April 30, 2025

এমপি আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জ আ.লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের আহাজারি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই এমপির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন।আজ বুধবার কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়।

কার্যালয়ে গিয়ে দেখা যায়, মৃত্যুর খবরে দলীয় কার্যালয়ে আসছেন শত শত নেতা-কর্মী। কেউ এসেছেন তাঁদের এমপি আসলেই মারা গেছেন কি না, জানার জন্য। অনেকে এমপির জন্য কান্না করছেন।

প্রসঙ্গত, ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের লাশ মিলেছে বলে খবর পাওয়া গেছে। ভারত যাওয়ার ১০ দিন পর আজ বুধবার কলকাতার নিউ টাউন এলাকার এক হোটেল থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র বলছে, নিউ টাউনের এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাঁর লাশ পাওয়া গেছে। সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। কিন্তু তদন্তের স্বার্থে তাঁরা কেউ সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর