Saturday, December 6, 2025

মণিরামপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

মণিরামপুর প্রতিনিধিঃ ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। দিনটির তাৎপর্র্যতুলে ধরে মণিরামপুর কোয়ান্টাম ফাউন্ডেশন নানা কর্মসুচির আয়োজন করে।

মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মেডিটেশনের মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়।

মণিরামপুর কোয়ান্টাম ফাউন্ডেশন প্রি-সেলের সমন্বয়ক ডাঃ সঞ্জয় কুমার পাঠকের সভাপতিত্বে ও কো-সমন্বয়ক কমরেড আব্দুল মজিদের সঞ্চালনায় মেডিটেশন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুজ্জামান, অধ্যক্ষ ওয়াজেদ আলী, অধ্যাপক বিএম আব্দুল হালিম, মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ব্যাংক কর্মকর্তা বাসুদেব দাস, রবীন্দ্রনাথ চন্দ্র, লাভলী ইয়াসমিন, আরাফাত হোসেন প্রমূখ।

সভায় বক্তাগন বলেন, স্বাস্থ্য সেবার পরিপূরক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে মেডিটেশন ও টোটাল ফিটনেস প্রোগ্রাম চালু হয়েছে। নিজে ভালো থাকতে, পরিবার, সমাজ ও দেশকে ভালো রাখতে হলে মেডিটেশন ও টোটাল ফিটনেসের কোন বিকল্প নেই।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর