Friday, December 5, 2025

যশোরের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

যশোরের শার্শা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ হবে। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোটাররা ভোট দেবেন। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।
এ নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘন্টা অতিবাহিত হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম।

এদিকে ভোট গ্রহণের ৪৫ মিনিটে ৩২ ভোট পড়েছে ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাই স্কুল ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৮৩ এবং নারী ১ হাজার ৬৫২ জন।
বদরুদ্দীন মুসলিম হাই স্কুল কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ সালাউদ্দিন কম সংখ্যাক ভোট পড়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কোনও রকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।
এছাড়া অন্য উপজেলার কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা গেছে।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর