বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ সোমবার যশোরের বাঘারপাড়ায় ব্র্যাকের আয়োজনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২) এর অধিন এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, কৃষি কর্মকর্তা তরুণ রায়, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা সামছুল আরেফিন, ব্র্যাক যশোরের কর্মকর্তা শরিফুল ইসলাম হাসান, মুন্নাজা মাহিন, ফোরামের উপজেলা কমিটির সভাপতি মুন্সি শাহাব উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিদেশ ফেরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর কে-০১







