বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে জেমকন খুলনা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন এবং দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।
জেমকন খুলনা:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন, এনামুল হক, শামীম পাটোয়ারী, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম, সালমান হোসেন, জহিরুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহী:
সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।
অনলাইন ডেস্ক







