মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন এর স্ত্রী শিউলি খাতুন (২৮) কে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিচ ইয়াবাসহ আটক করেছে।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার পুলিশ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী শিউলি খাতুনকে নিজ বাড়ি থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিচ ইয়াবাসহ হাতে-নাতে আটক করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন পালিয়ে যায়। আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মাদক সম্রাট আলমগীরের স্ত্রীকে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। আসামিকে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠনো হয়েছে মামলার পলাতক আসামি আলমগীরকে গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আর কে-০৪







