Saturday, December 6, 2025

কপিলমুনিতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের মত বিনিময়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি- পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ প্রতীক) কপিলমুনিতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার রাত ৮ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কেকেএসপি’র সাধারণ সম্পাদক সমাজসেবক এম বুলবুল আহম্মেদ, জেলা পুজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র ভদ্র, দিপক মন্ডল, শ্রমিক লীগ নেতা আবুল কাশেম, সাবেক মেম্বর মতলেব সানা, অজয় সাধু ও এলাকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেন, ‘আমি এই এলাকার সন্তান, সুখে দুখে আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো। আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি করার মধ্যদিয়ে পাইকগাছার মানুষের সেবা করে পাশে থাকার চেষ্টা করেছি। পাইকগাছাবাসীর কাছে আমার আকুল প্রার্থনা নির্বাচিত হলে আমি উপজেলার গন-মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর