Saturday, December 6, 2025

বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ফারাজীকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর পক্ষে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার দুপুরে এক সমাবেশে মাধ্যমে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এফএম আশরাফুল কবিরের (বিপুল ফারাজী) পক্ষে মাঠে নামার ঘোষণা দেন তারা।

এদিন দুপুরে দোহাকুলা বাজার সংলগ্ন ‘রাই কমল’ ভবনে এ সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হারুন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

সভায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্তিযোদ্ধারা বলেন, ‘২৯ মে’র নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে ঘরে ফিরবো।

আর কে-০১

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর