Saturday, December 6, 2025

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের এবারে সাফলতা বেশি

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলের শিক্ষার্থীরা গত বছরের চেয়ে এবারের সাফলতা অর্জন করেছে বেশি। ক্রমাগতই এই সাফল্যের ধারা অব্যহত রাখতে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের ফলাফল প্রকাশে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে বিগত বছর পাশের হার জেনারেল বভাগে ছিলে ৯৫% আর এবারে পাশের হার হয়েছে ৯৭.৩৩%।

এছাড়াও ভোকেশনাল বিভাগে গত বছরের সাথে তালমিলিয়ে এবারও পাশের হার ১০০% রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় ৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে এ প্লাস পেয়েছে ২০জন, এ পেয়েছে ৩০জন, এ মাইনাস পেয়েছে ১৪জন, বি পেয়েছে ৮জন ও সি পেয়েছে ১জন শিক্ষার্থী। এছাড়াও ভোকেশনালে এসএসসি পরীক্ষায় ২৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে জিপিএ—৫ পেয়েছে ৫জন শিক্ষার্থী।

রবিবার সকালে যশোর শিক্ষা বোর্ডের এবার এসএসসি পাসের ফলাফল প্রকাশের পর স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।

এসময় তিনি বলেন, স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে প্রতিষ্ঠানের প্রতিটা শিক্ষকই কঠোর পরিশ্রম করছেন। আমি আশাকরি ক্রমাগতই আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে এবং ভবিষ্যতেও আরো ভালো করবে। আমি তাদেও ফলাফলে সন্তুষ্ট।

তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদি।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর