Friday, December 5, 2025

শ্রীপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪

মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা এবং আওয়ামী লীগ নেতা ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর মাঠে কাজ করতে গেলে ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের বাসিন্দা সাত্তার বিশ্বাসের ছেলে মোঃ হারুন (৪৫) বলে যে- আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে। এখন আমরা উপজেলা নির্বাচনে পাস করেছি। তখন উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় । পরবর্তীতে আলমগীরের ছেলে রিফাত (২২) লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়িতে হামলা করেন। তখন ইউসুফ গ্রুপের হান্নান মেম্বারের নেতৃত্বে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজনের বাড়ি ভাংচুর করতে গেলে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন তা প্রতিহত করার জন্য আক্রমণ করেন। তখন উভয় পক্ষের ধাওয়া পালটা ধাওয়া এবং ইট পাটকেল এবং কাচের বোতল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। আহত জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রুকুনুজ্জামান (৪০), আশরাফ (৪০), ১২। জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০), সিরাজ(৫০)সহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের বর্তমানে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সোহাগ মন্ডল (২৫), আতর আলী (৬২), মোমিন (৬০), আবেদ আলীকে (৬৫) গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর