কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ কপিলমুনিতে একটি মৎস্য ঘেরের বাসায় এক মহিলা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কপিলমুনির প্রতাপকাটী বিলে শ্রীরামপুর গ্রামের আকবর ফকিরের মৎস্য ঘেরে ঘটনাটি ঘটেছে।
মহিলা কপিলমুনির প্রতাপকাটী গ্রামের মৃতঃ এনায়েত আলীর স্ত্রী জামিলা বেগম (৪৫)।
জানাযায়, ঘটনার দিন জামিলা বেগম সকালের খাবার খেয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় তার ছেলে নাজমুল হুসাইনসহ বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে তাদের বাড়ির সন্নিকটে প্রতাপকাটী বিলে রাত সাড়ে ৯ টার দিকে ওই মৎস্য ঘেরের বাসার আড়ার সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তার মাকে দেখে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা গেলেও মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
আর কে-০১







