Friday, December 5, 2025

বজ্রপাতে মাদরাসার ২১শিক্ষার্থী আহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বজ্রপাতে একটি মাদরাসার ২১ ছাত্র আহত হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল তারা।এরমধ্যে শিক্ষার্থী হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরের মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ মাদরাসার সামনে বিকট শব্দে বজ্রাঘাত হলে ভয় আর আতঙ্কে আহত হয় তারা। পরে মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যান।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার বলেন, একটি মাদরাসার ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতদিন-সংবাদ:-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর