Friday, December 5, 2025

শ্বাসরুদ্ধকর উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারাল রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে ২ রানে হারিছে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করতে পারে ঢাকা। মঙ্গলবার মিরপুরে উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা। দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি।জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ৯ রান। আগের ওভারে তিন ছক্কা হাঁকানো মুক্তার ছিলেন স্ট্রাইকে। কিন্তু ব্যাটে-বলে আলো ছড়ানো মেহেদি শেষ ওভারে দিলেন কেবল ৬ রান।আগে ব্যাট করে রাজশাহী রান সংগ্রহ করে ১৬৯। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন মেহেদি। ঢাকার পক্ষে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন মুক্তার।পরে ঢাকার ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৬৭ রানে। বল হাতে মাত্র ২২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মেহেদি। দলকে পাইয়ে দিয়েছেন ২ রানের রোমাঞ্চকর এক জয়।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর