Friday, December 5, 2025

আশাশুনির বিভিন্ন স্থান ও প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন স্থান, প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী অফিসার মীর আলিফ রেজা। মঙ্গলবার দুপুরে তিনি প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, পূর্ব নাকনা আশ্রয়কেন্দ্র কমিউনিটি সেন্টার, প্রতাপনগর ভূমি অফিসে ও কুড়িকাহুনিয়া উত্তরপাড়া জামে মসজিদের গভীর নলকূপ স্থাপনের কাজ, আম্পানে ভেঙ্গে যাওয়া গড়ইমহল খালের কালভার্ট ও পাশের কার্পেটিং রাস্তা, পূর্ব নাকনা খোকনের বাড়ি হতে জামানের বাড়ি পর্যন্ত ও আবু তালেব এর বাড়ি হইতে হাবিবুর এর ঘের পর্যন্ত (কাবিটা) এর রাস্তার কাজ এবং পূর্ব নাকনা ফ্রেন্ডশিপ স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন। এছাড়াও একটি কোর্ট কেস সরোজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা। পৃথক পৃথক স্থান পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পিআইও সোহাগ খান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সার্ভেয়ার অমল কান্তি ঘোষ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর