মনিরামপুর ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহ মাঠ সংলগ্ন আইয়ুব আলীর ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম মিসকাত (৩৫)। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার হয়ারামপুর গ্রামের নিজাম উদ্দিন মন্ডলের ছেলে। তিনি যশোর সদরের শাখারিগাতী পদ্মাবিলায় শরিফুল আলমের মেসার্স ইলা অটো রাইস ইন্ডাস্ট্রিজে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও বর্তমান ঝিকরগাছা আয়াতুল্লাহর মেসার্স আল-আমিন রাইস মিলের কর্মচারী আনোয়ারুল ইসলাম। তিনিও পাবনার ভাঙ্গুরা উপজেলার বাসিন্দা। কর্মসূত্রে তারা যশোরে নিজ নিজ কর্মস্থলে বসবাস করে আসছিলেন। নারীঘঠিত কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে-এখন পর্যন্ত এ ধারণা পুলিশের।
-রাতদিন সংবাদ







