নড়াইল প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায়। নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে (২৪নভেম্বর) মঙ্গলবার সকালে ১১ টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।মহিলা সমাবেশের আগে জেলা তথ্য অফিস এর উদ্যোগে সবার মাঝে মাস্ক বিতরণ করেন। সকাল ১০ টা হতে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ‘ প্রকল্পের আওতায় চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। চলচ্চিত্র শেষে বেলা ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র বিদ্যালয়ের হল রুমে মহিলা সমাবেশ শুরু হয়। বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উক্ত মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হুদা এর প্রতিনিধি জনাব মোঃ জহুরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি,কালিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব এস, এম, ছায়েদুর রহমান এবং বিটিভি নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি,জনাব এনামুল কবীর টুকু ।বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমান বলেন, “বর্তমানে পাকিস্তানের থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি,মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার। এছাড়া গত ১০ বছরে সরকার প্রভূত উন্নতি সাধন করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন”।এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে বিশদভাবে আলোচনা তুলে ধরেন।
প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ জহুরুল ইসলাম বলেন,” নারীরাই পরিবারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন, তাই তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বা সরকারের যেকোন উন্নয়ন বিষয়ে অবহিত করলে তা দ্রুত সবার মাঝে বিস্তার লাভ করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সাফল্য সারা বিশ্বের কাছে রোল মডেল”। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি ব্র্যান্ডিং বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বেলা ১ টা ৩০ মিনিটে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মহিলা সমাবেশের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব বিদ্যুৎ বিহারী নাথ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ জনাব জামিরুল ইসলাম, আব্দুল গফুর,লুৎফর রহমান ও অনিছুর রহমান প্রমুখ।
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আরো পড়ুন






