আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর’২০) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য শিক্ষা কর্ণারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, হাচিনা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।







