আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস কক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে অফিস কক্ষের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল। আগরদাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও কুল্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর সাকি পলাশ, আ’লীগ নেতা আব্দুস সামাদ ও সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় এসময় মোবাইলে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। আলোচনা সভার আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আগরদাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এদিকে, একই দিন সন্ধ্যায় কুল্যা ইউনিয়নের বাইনবশত শ্মশান কমিটির নেতৃবৃন্দ ও মোনহরপুর জগদ্ধাত্রী মন্দিরের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল।
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস কক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরো পড়ুন






