Saturday, December 6, 2025

যশোরে ঝিকরগাছায় সাবেক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরি

যশোরের ঝিকরগাছার যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর টাওরা গ্রামে ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান মিন্টু মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গত ১৬এপ্রিল রাতে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের মোঃ আঃ লতিফের পুত্র পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আক্তারুজ্জামান মিন্টুর বাড়ির গেট ও দরজার একাধিক তালা ভেঙে একদল চোরেরা তার ব্যবহৃত ডাবল ডিস্ক পালসার ১৫০ সিসি কালো লাল রঙের  মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে । যার চেচিস নং PSUA11CY7MTE11440 ও ইঞ্জিন নং DHXCMC00423। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর