Saturday, December 6, 2025

কেশবপুরে উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামাত তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী মাওলানা আব্দুস সামাদ, ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, ইমদাদুল হক, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল্লাহ-নূর-আল আহসান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে- বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট ওজিহুর রহমান, সুমন সাহা, পলাশ কুমার মল্লিক, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল লতিফ রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে- রাবেয়া খাতুন ও মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ব্যাপারে সহকারী উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে জামাতের দুই প্রার্থীসহ ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর