Friday, December 5, 2025

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় রোববার (২২ নভেম্বর) প্রাইভেটকার চাপায় এক শিশু মারা গেছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃত শরিফুল ইসলাম (৬)  রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামের মোরশেদ মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাংশা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে পাংশা থেকে রাজবাড়ীগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা সম্ভব হয়নি তবে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

রাতদিন ডেস্ক:
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর