Saturday, December 6, 2025

যশোরের সাংবাদিক মাসুদের একমাত্র কন্যা সোহাগী আর নেই

ইকরামুল ইসলাম শার্শা উপজেলা প্রতিনিধি: দৈনিক রূপান্তর পত্রিকা ও রাতদিন নিউজের বেনাপোল প্রতিনিধি শেখ মাসুদুর রহমান মাসুদের একমাত্র কন্যা মারিয়া আক্তার সোহাগী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল আড়াই মাস।

রবিবার সকাল ৮টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মাসুদের দাম্পত্য জীবনে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে উন্নত চিকিৎসা শেষে পরিবারের কোলে জন্মগ্রহণ করে ফুটফুটে কন্যা সন্তান সোহাগী। পরে তার শরীরে হৃৎপিণ্ডে ছিদ্র দেখা গেলে মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত উন্নত চিকিৎসায় ছিলেন পরিবারের বুক জুড়ে থাকা একমাত্র সন্তান মারিয়া।

একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় সাংবাদিক মাসুদসহ মাজননী ও পরিবারের সকল সদস্যরা।

সন্তান হারানোর বেদনায় সাংবাদিক মাসুদ পরিবারের সাথে একাত্মতা, শোক, সমবেদনা ও শিশুটির রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি জানিয়েছেন নাভারন প্রেসক্লাব সভাপতি আমিনুর রহমানসহ ও প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

রাতদিন নিউজের বেনাপোল প্রতিনিধি শেখ মাসুদুর রহমান মাসুদের একমাত্র কন্যা মারিয়া আক্তার সোহাগীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে রাতদিন নিউজ পরিবার।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর