Friday, December 5, 2025

আশাশুনির বাউচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাউচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল মিলনায়তনে স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। এসময় এসএমসি সদস্য মানিক চন্দ্র বাছাড়, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্কুল চত্বরে বেড়ে ওঠা ইউক্লাপটাস গাছ বিপদজনক অবস্থায় রয়েছে, গাছটি দ্রুত কেটে না নিলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় বিষয়টি রেজুলেশন করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা, সুসজ্জিত, শিক্ষা প্রসারী স্কুলের পরিবেশকে আরো সুন্দর করা, ক্রীড়া সামগ্রী ও খেলাধূলার ব্যবস্থা আরো বৃদ্ধি করা, ফুলগাছের সমাহারকে সঠিক পরিচর্যার মাধ্যমে নান্দনিক করা এবং সর্বোপরি প্রশংসনীয় পড়ালেখার ধারাকে অটুট রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি এমপি মহোদয়ের সাথে কথা বলে স্কুলের উন্নয়নে আরো কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর