পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:খুলনার পাইকগাছায় সাধারণ মানুষের সাথে আংটি বিক্রির মাধ্যমে প্রতারণা করার অপরাধে দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। আটক দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা বাজারের নিকটবর্তি নুনিয়াপাড়ায় পাজারো গাড়ি নিয়ে আংটি বিক্রি কালে আব্দুল হামিদ সরদার (৫০) ও শেখ নূর মোহাম্মদ (৬২) নামে দুই প্রতারক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেনের হাতে ধরা পড়ে। আটক হামিদ সাতক্ষীরা সদরের মাধবকাটী এলাকার মৃত মতলেব সরদারের ছেলে ও নূর মোহাম্মদ একই জেলার আশাশুনি উপজেলার কুল্লা গ্রামের মৃত শেখ মোহর আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খালিদ হোসেন জানান, হামিদ ও নূর মোহাম্মদ নামের দুই প্রতারক পাজারো গাড়ি নিয়ে এলাকায় বিভিন্ন ভুয়া ধাতব পদার্থের তৈরী আংটি বিক্রি করে আসছে। গ্যাস্ট্রিক, বাত, এলার্জি ও মেয়েদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আংটি কাজ করে বলে এলাকার সহজ-সরল ও সাধারণ মানুষের সাথে তারা প্রতারণা করে আসছে। বৃহস্পতিবার বিকালে আমুরকাটা বাজারে আংটি বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, থানার এএসআই রকিব ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন এর আওতায় ৪৪ ধারায় তাদের দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আংটি বিক্রির মাধ্যমে প্রতারনার অপরাধে দু’জনকে জেল-জরিমানা

আরো পড়ুন






