Saturday, December 6, 2025

রুপদিয়ার পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষ বাণিজ্য চলছেই, গ্রাহক ভোগান্তী চরমে

যশোর সদর উপজেলার রুপদিয়া সাবজোনাল অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।তিনি কাউকেই তোয়াক্কা করছেন না। তার রয়েছে দালাল বাহিনী। ওই অফিসের কয়েক দূর্নীতিবাজ  কর্মচারী রয়েছেন যারা সাইদুরের লালিত শিষ্য। দিনদিন ভয়াভয় হয়ে উঠছে সাইদুর গং। এখনি এ দূর্নীতিবাজ কর্মকর্তার লাগাম টানার প্রয়োজন বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। এলাকাবাসী জানায়, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান ও একজন লাইন টেকনিশিয়ান যোগ সাজগে চালাচ্ছেন নানা অপকর্ম। তাদের সংস্পর্শে এসে একই পথে হাটছেন আরো কয়েকজন  ইলেকট্রিশিয়ান। আর তাদের  ব্যবহার করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ছলচাতুরী করে টাকা হাতানোর খেলায় মেতেছেন সাইদুর গং।তাদের বিরুদ্ধে মুখ খুলার সাহস কারো নেই। তাদের কাছে সাধারণ গ্রাহকেরা অসহায় হয়ে পরেছেন।  গ্রাহকের অভিযোগ অফিসে গেলে বাড়তি টাকা ছাড়া কাজ হয়না। বেশ কিছু ইলেকট্রিশিয়ান দালাল সাবজোনাল অফিসের সামনে উৎ পেতে থাকে। এরা অফিসের সামনে কোন গ্রাহক দেখলেই তাদের ডেকে কি কারণে এসেছেন তার কারণ জানতে চাই। গ্রাহকের কাজ সহজেই করে দেয়ার প্রলোভন দেখিয়ে মনগড়া  উৎকোচ  চাওয়া হয়।এছাড়া,  তাদের বাইরে কাজ করতে গেলে পদে পদে হয়রানীর শিকার হতে হয় ।ফলে বাধ্য হয়ে এ চক্রের মাধ্যম দিয়ে কাজ সারতে হয়। আর এসমস্ত দালাল পুষে রেখেছে সাইদুর গং। এছাড়া এলাকার শিল্প প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদানের  অভিযোগ রয়েছে এ চক্রের বিরুদ্ধে। এবিষয়ে , সাধারণ গ্রাহক সফিয়ার রহমান  বলেন, রূপদিয়া সাবজোনাল আফিসে যে সমস্ত আবেদন পড়ে তা  ইঞ্জিনিয়ার সাইদুর রহমান নিজেই নিয়ন্ত্রন করেন।  ইলেকট্রিশিয়ানদের মাধ্যমে চুক্তির পর কাজ শুরু করে।পরে টাকার এক অংশ চলে যায় সাইদুরের পকেটে।  মৎস শিল্প গ্রাহক হাদিউজ্জামান বলেন, বিদ্যুৎ এর জন্য আবেদন করলে কিছুদিন পর এক ইলেকট্রিশিয়ান দালাল ওই ব্যাক্তির কাছে মোবাইলে ফোন দিয়ে দ্রুত করার জন্য ১০ হাজার টাকা দাবি করে। অন্য আর এক গ্রাহক রাইচ মিল করার জন্য বিদ্যুৎএর আবেদন করলে তাকে দ্রুত কাজ হয়ে যাবে বলে ১৫ হাজার টাকা দাবি করেছেন বলে জানান।পরে তিনি জানতে পারেন সাইদুরের মাধ্যমেই এ কাজ করা হয়েছে। এ সব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে যেয়ে দেখা যায় রূপদিয়া সাবজোনাল অফিসের সামনে ভিতরে বেশ কিছু পরিচিত অপরিচিত লোকের আনা গোনা চোখে পড়ার মত। সাংবাদিক দেখে মুহুর্তের মধ্যে চিহ্নিত দালালেরা সোটকে পরে। এ বিষয়ে আঞ্চলিক পরিচালক ও যশোর পল্লী বিদ্যুৎ -১ এর কোষাধাক্ষ  ইয়াছিন আলী সোহাগের সাথে কথা বললে তিনি জানান সাইদুর সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সীমা নেই। প্রতিনিয়ত অভিযোগ আসছেই। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।  এ বিষয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইদুর রহমান বলেন, বিষয়টি মিথ্যা। একটি পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।  একটি পক্ষের স্বার্থে আঘাত লাগায় তারা এসব অপপ্রচার চালাচ্ছে।

রুপদিয়া প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর